বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বিদ্যমান পোষ্য কোটা বাতিলের দাবি তুলেছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোষ্য কোটা বাতিল চেয়ে একটি পোস্ট দেন তিনি।
পোস্টে সারজিস লিখেন, ‘পোষ্য কোটা’ নামক তেলা মাথায় তেল দেয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।
প্রসঙ্গত, চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন সারজিস। যে আন্দোলনে জনতার যোগদানে সরকার পতন হয়। ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমএএন
মন্তব্য করুন: