[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ইসকন নিষিদ্ধ নিয়ে কী বললেন রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৪, ২১:১১

ফাইল ছবি

বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘকে (ইসকন) নিষিদ্ধের দাবি উঠলেও এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, কোনো সংস্থা নিষিদ্ধের কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা মিলিয়ে ফেলব না।

তিনি বলেন, সবকিছু আলোচনার মাধ্যমেই সমাধান হচ্ছে। যে কোনো বিষয়েই রাস্তায় নামার প্রয়োজন নেই। ছোট ছোট বিষয় নিয়ে বিরোধে না জড়াতে আহ্বান উপদেষ্টা রিজওয়ানা হাসান।

এ সময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে সরকার।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর