[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

রাষ্ট্র সংস্কারে চিকিৎসকদেরও পরামর্শ দেয়ার আহ্বান: উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১৬:১৭

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনে চিকিৎসকদেরও পরামর্শ দেয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শনিবার (২৩ নভেম্বর) ঢাকা মেডিকেলের শহীদ ডা. মিলন অডিটোরিয়ামে ‘জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন, গত ১৬ বছরে ফ্যাসিবাদীতার কারণে এমন এমন জায়গায় রাজনীতি ঢোকানো হয়েছে, যেখানে রাজনীতি থাকার কথা না। মেডিকেল সেক্টরেও রাজনীতি ঢোকানো হয়েছে। আগামীতে যেন চিকিৎসা ক্ষেত্রে কোনো রাজনীতি না হয় সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ১৫ জুলাই যখন আমরা কর্মসূচি ঘোষণা করি, তখন খুবই আতঙ্কে ছিলাম। ১৬ জুলাই সকালে দেখি রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা আন্দোলনে এসেছেন, তাদেরকে দেখে আমরা অনুপ্রেরণা পাই।

মেডিকেল শিক্ষার্থীরা আন্দোলনে নিবেদিতপ্রাণ ছিলেন জানিয়ে উপদেষ্টা বলেন, আপনারা অনেক বেশি ভূমিকা পালন করেছেন। আপনাদের ধন্যবাদ দিতে পারিনি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর