[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৪, ১৫:৪২

ফাইল ছবি

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের অন্যতম সদস্য ড. তোফায়েল আহমেদ বলেছেন, লোকাল গভর্মেন্টের নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত তবে নির্বাচন পদ্ধাতি সংস্কারের পর তা না হলে নির্বাচন পদ্ধতি সংস্কার আর কখনো নাও হতে পারে।

শনিবার (২৩ নভেম্বর) ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ড. তোফায়েল আহমেদ বলেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থা নেই। আছে শুধু কয়েকটা প্রতিষ্ঠানের সমষ্টি। এই কমিশনের কাজ হবে একটা স্থানীয় সরকার ব্যবস্থা দাঁড় করিয়ে দেয়া।

তিনি বলেন, নির্বাচনের ব্যয় কমাতে পার্লামেন্টারি ব্যবস্থায় আনার কথাও ভাবা হচ্ছে, কিন্তু স্থানীয় সরকার সংস্কার বাস্তবায়ন করে সেটা করতে হবে।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনগুলোয় ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে।

তার মতে, স্থানীয় নির্বাচনকে সংসদ নির্বাচনের মতো আয়োজন করা উচিত, যেখানে সরাসরি চেয়ারম্যান নির্বাচন হবে না। সেখানে শুধু কাউন্সিলর ও মেম্বার নির্বাচিত হবেন। তারাই চেয়ারম্যান নির্বাচিত করবেন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর