ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার দুই সিটি, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নাটোরের সিংড়া পশুর হাট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল মঙ্গলবার (১১ জুন) বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়।
ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও সিংড়া পৌরসভা, নাটোরের কোরবানির পশুর হাটের (স্থায়ী ও অস্থায়ী) পার্শ্ববর্তী ব্যাংক শাখা, উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় ঈদুল আজহার আগের দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলা হয়েছে।
এছাড়া প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করতে বলা হয়েছে।
এমএএন
মন্তব্য করুন: