[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

পিকে হালদারের দুই সহযোগীকে আত্মসমর্পণের নির্দেশ

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ২৩ মে ২০২৪, ১২:৩৫
আপডেট: ২৩ মে ২০২৪ ১৩:০৫

ফাইল ছবি

পিকে হালদারের সহযোগী ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসের তৎকালীন দুই পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে আগামী ৪ জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (২৩ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের জামিনের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেয়া হয়।

এর আগে গত ৯ মে শর্ত দিয়ে তাদের ছয় সপ্তাহের জামিন দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চ। আদালতের শর্ত ছিল, পাসপোর্ট জমা দিতে হবে এবং অনুমতি ছাড়া তারা বিদেশ যেতে পারবেন না।

হাইকোর্টের এ জামিন আদেশ স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে ১৩ মে জামিন আবেদন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। 

শুনানি শেষে আপিল বিভাগ আগামী ৪ জুনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

উল্লেখ্য, জালিয়াতি করে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২১ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের বিরুদ্ধে এই মামলা করে।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর