[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

দেশ টিভির এমডি আরিফ হাসান দুই দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০০

সিএমএম আদালতে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। ছবি :সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর থানায় সজীব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে ২ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আসামিকে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু-সাঈদ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজার আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই উত্তরায় স্কলাস্টিকা স্কুলের সামনে গুলিবিদ্ধ হন সজীব। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় সজীবের বাবা বিমানবন্দর থানায় হত্যাচেষ্টার মামলা করেন।  

আরিফ হাসান বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর