[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

হাজি সেলিম এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৪, ১৬:৩৪
আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:১১

সংগৃহীত ছবি

রাজধানীর লালবাগ থানায় মো. ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

আজ সোমবার (০৪ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা গ্রেপ্তার দেখানোর এই নির্দেশ দেন।

গ্রেপ্তারের আবেদনপত্রে পুলিশ জানিয়েছে, গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর বকশিবাজার এলাকায় গণআন্দোলন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে রাস্তায় নামেন আসামিরা। পরে মামলার বাদী ফজলুর করিমকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করেন।

এদিকে একই মামলায় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওনকেও গ্রেপ্তার দেখানো হয়।

এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে হাজী সেলিম ও শাওনের গ্রেপ্তার চাওয়া হয়। এ নিয়ে ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিমকে। এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি তিনি। 

আসামিপক্ষের আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, জামিন চেয়ে আবেদন করা হলেও আদালত এ মামলা হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।  

গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে চকবাজার- লালবাগ এলাকার সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে গ্রেফতার করে পুলিশ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর