[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১২:১৪

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে ২০ অক্টোবর (রোববার) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও সুপ্রিম কোর্টের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামী রোববার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মূল ভবনের ভেতরের লনে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, সরকারি ও কোর্টের অবকাশকালীন ছুটিতে গত ৮ সেপ্টেম্বর (রোববার) থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টে অবকাশ চলছে। অবকাশকালে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন।

অবকাশে দুই ধাপে হাইকোর্টের ১৪ বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্যও মনোনীত করা হয়েছে ভেকেশন জজ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর