[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৪, ১৯:৫২
আপডেট: ১৮ আগষ্ট ২০২৪ ০০:০৮

ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে। তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি। পরে রিমান্ডের আবেদন করা হবে।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন বলেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল এসে রমেশ চন্দ্র সেনকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ বিষয়ে কিছু বলেননি তারা।
 
উল্লেখ্য, আওয়ামী লীগের উপদেষ্টা পদে রয়েছেন রমেশ চন্দ্র সেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত পানিসম্পদ মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর