[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ফের রিমান্ডে সালমান-আনিসুলসহ পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৫, ২০:৪০

ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে কোটা সংস্কার আন্দোলনে জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

অপরদিকে, যাত্রাবাড়ী থানার মেহেদী হাসান হত্যা মামলায় আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকার সিএমএম আদালতে সোমবার (২০ জানুয়ারি) এসব মামলার তদন্ত কর্মকর্তাদের অবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান।

এদিকে, নতুন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডা. দীপু মনি, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালতে তাদের হাজির করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার ও রিমান্ডে নেয়ার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার ও রিমান্ড দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগসট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৩ আগস্ট সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন এবং ২৬ আগস্ট গ্রেপ্তার হন ইনু। আর ৩ সেপ্টেম্বর চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর