[email protected] রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
৬ মাঘ ১৪৩১

সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামকে গ্রেফতারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৬:৫১

সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ৬ ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় ঢাকা-১৯ আসনের সাবেক এমপি সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়ায় ছয় ছাত্রকে হত্যার পর লাশ পুড়িয়ে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই মামলা করা হয়।

এছাড়াও এই মামলায় চার পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২৬ জানুয়ারি তাদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়।

তাদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ চেয়ে প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর