[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৪, ২০:০২

সংগৃহীত ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা ১৯৯ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে আরো ভর্তি হয়েছেন ৫৮৩ জন। যার মধ্যে ঢাকার ৪০৯ জন, চট্টগ্রামের ২২ জন, খুলনার ২৭, বরিশালের ৬২ জন,  রাজশাহীর ২৭, রংপুরে ৭ ও ময়মনসিংহের ২৯ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৪০৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩ হাজার ১১০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৭ হাজার ২৯৫ জন।

দেশের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ও মৃত্যুবরণ করেছেন। বছরের বিভিন্ন সময়ে ডেঙ্গু আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর