[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

২৯ বছরের দাম্পত্য ভেঙে বিচ্ছেদের পথে এআর রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১৩:১৪

ছবি সংগৃহীত

ভারতবাসীকে থমকে দিয়ে জীবন-সংসারের গতি থমকে দিয়েছে অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। ইতোমধ্যে এ দম্পতির বিচ্ছেদের খবর জেনে গেছেন তার ভক্ত-অনুরাগীরাও। কী কারণে বিচ্ছিন্ন তারকা দম্পতি, জানালেন রহমানপত্নীর আইনজীবী।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে তাঁর স্ত্রী সায়রা বানুর আইনজীবী জানান, তিক্ত সম্পর্কের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁর মক্কেল। উভয়ের সম্মতিতেই এই পদক্ষেপ। এআর রহমানের বিচ্ছেদের খবর হাওয়ার বেগে ছড়াতেই বাকরুদ্ধ গোটা দেশ।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, বিচ্ছেদের পথে এআর রহমান। কেন এই বিচ্ছেদ? এই প্রশ্নের উত্তরে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ।

AB

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর