ঢাকাই সিনেমার পরীরূপী অভিনেত্রী পরীমনি। ব্যক্তিজীবন নিয়েই বেশি বিতর্কিত তিনি। সোমবার (১৮ নভেম্বর) চলন্ত গাড়িতে এক ব্যক্তির হাতে হাত রাখা একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করলে তা নিয়ে তোলপাড় শুরু হয়। সবাই ধরেই নিয়েছিলেন হয়তো নতুন প্রেমে মজেছেন পরী।
তার পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, একটি গাড়ি চলছে। পরীমনি এক যুবকের হাতে হাত রেখেছেন। ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘আমি আবার প্রেমে পড়েছি।’ ভিডিওর সঙ্গে এমন ক্যাপশনে নড়েচড়ে বসেন তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, তাহলে কি সত্যি সত্যিই আবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরীমনি? দিনভর চলে এমন গুঞ্জন। কেউ কেউ আবার সন্দেহও প্রকাশ করেন। তাঁদের মতে, পরীমনি মজাচ্ছলে কিছু একটা করছেন। অবশেষে সেই ধারণাই সত্যিই হলো।
বিষয়টি নিয়ে মজা করেছিলেন পরী। তিনি নায়িকার নতুন কস্টিউম ডিজাইনার। বিষয়টি যে তামাশা ছিল সেটি উল্লেখ করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘প্রাংকটা কি একটু বেশি হয়ে গেছিলো?’
৮ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পায় পরীর অভিনীত প্রথম এই ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। তার বিপরীতে রয়েছেন মোস্তাফিজ ইমরান নূর।
AB
মন্তব্য করুন: