[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৫, ১৬:০১

অভিনেত্রী অঞ্জনা রহমান।

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। অঞ্জনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। অভিনেত্রীর প্রয়াণে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন অঞ্জনা। ফুসফুসে সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার পরও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ চিত্রনায়িকা অঞ্জনা। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র বাংলাদেশী চিত্রনায়িকাও তিনি। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ের এই নায়িকা দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে সরে ছিলেন। সিনেমায় কাজ না করলেও তাকে নিয়মিত দেখা যেত চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে।

এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। দু'বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর