[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার ও অভিনেতা মনোজ মিত্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১৬:৫৪

ছবি সংগৃহীত

দুই বাংলার জনপ্রিয় নাট্যকার,নাট্যব্যক্তিত্ব,ও অভিনেতা মনোজ মিত্র আর নেই । মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি ।

মনোজ মিত্রের পরিবার সূত্রে জানা যাচ্ছে,  তিনি বেশ কিছুদিন ধরেই হৃদযন্ত্রের কঠিন অসুখে ভুগছিলেন । সেই সঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়বেটিস, মেলাইটাস, ক্রনিক কিডনির অসুখ, সিওপিডি, ডিমেনশিয়ার মতো রোগ ছিল তার। এছাড়া তার হার্টের কার্যক্ষমতাও বেশ কম বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সম্প্রতি গুরুতর অসুস্থতায় সল্টলেকের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করানোর পর দেখা দেয়  অনিয়মিত রক্তচাপ। বহু চেষ্টা করেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

মনোজ মিত্র  ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর, বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধূলিহার গ্রামে জস্ম গ্রহণ করেন। তার শৈসব সেখানে কাটলেও ১৯৫০ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি চলে যান কলকাতায়। বাবা অশোক কুমার মিত্র চাকরী করতেন স্বাধীনতা–উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে । তিনি প্রথম অভিনয় করেন ১৯৫৭ সালে কলকাতার একটি নাট্যমঞ্চে। আর প্রথম সিনেমায় পা রেখেছিলেন ১৯৭৯ সালে । তিনি  অভিনয়ের জন্য  সংগীত নাটক একাডেমি পদকসহ নানা পুরস্কার পেয়েছিলেন। তাছাড়াও তিনি কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ হিসেবে নিয়োজিত ছিলেন ।

তিনি ১৯৫৯ সালে তার প্রথম নাটক‘মৃত্যুর চোখে জল’ লিখেছিলেন। তিনি  পর্দার সামনে আসেন  ১৯৭২ সালে ‘চাকভাঙা মধু’ নাটকের মাধ্যমে।    

তার  লেখা প্রায় শত নাটকের মধ্যে উল্লেখযোগ্য নাটকগুলো হলো : ‘চাকভাঙা মধু’, ‘দর্পণে শরৎশশী’, ‘‘সাজানো বাগান’,‘চোখে আঙ্গুল দাদা’, নরক গুলজার‘, ‘অশ্বত্থথামা’, ‘মেশ ও রাখাল’, ‘অলকানন্দর পুত্রকন্যা’ । তিনি  অভিনয় করেছেন ৫৭টি ছবিতে। তার অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল ‘বাঞ্ছারামের বাগান’, ‘ ‘তিন মূর্তি’, ‘দামু’, ‘৬১ নম্বর গড়পার লেন’, ‘উমা’, ‘অমর সাথি’, ‘ভালোবাসি শুধু তোমাকে’, ‘আগুন’, ‘চক্র’, ‘দত্তক’, ‘হিংসা’, ‘আবির্ভাব’ ও ‘তুফান।

 

AB

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর