[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

তুরস্কের সিরিজ ‘কুরুলুস উসমান’ খ্যাত অভিনেতা বুরাক এখন ঢাকায়

রবিউল ইসলাম রিপন

প্রকাশিত: ২৯ মে ২০২৪, ১৯:৩৯

ছবি: সংগ্রহীত

তুরস্কের বাংলায় ডাবিং করা সিরিজ ‘কুরুলুস ওসমান’-খ্যাত তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ওসজিভিত এখন ঢাকায় । শুক্রবার ঢাকার মাটিতে পা রাখেন অভিনেতা বুরাক ওসজিভিত। তিনি রাজধানীর একটি হোটেলে অবস্থান করছেন বলে জানা গেছে। তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বের আনাচকানাচেও। বাদ পড়েনি বাংলাদেশও। এই দেশেও তাঁর তুমুল জনপ্রিয়তা।

বাংলায় ডাবিং করা সিরিজ ‘কুরুলুস ওসমান’ ও ‘সুলতান সুলেমান’–এ বাংলাদেশি ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেতা। যদিও ‘কুরুলুস ওসমান’–এ অভিনয় করেই খ্যাতির চূড়ায় উঠেছেন বুরাক। শুধু তা–ই নয়, বাংলাদেশে বিপুল জনপ্রিয়তার খবরও জানতে পেরেছেন তিনি। আর তাই সম্প্রতি ঢাকার ভক্তদের সঙ্গে দেখা করার ঘোষণাও দেন তিনি। এই ঘোষণার পরই চারদিকে ছড়িয়ে পড়ে হইহই রইরই কাণ্ড। ভক্তদের অপেক্ষার প্রহরও শেষ হয়েছে, সেই বুরাক এখন ঢাকায়।

প্রত্যেকবারের মতো এবারও বাংলায় কথা বলতে দেখা যায় এই অভিনেতাকে।
ওসমানি সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক ওসজিভিত। পাশাপাশি ‘সুলতান সুলেমান’ সিরিজে বালি বের চরিত্রে অভিনয় করেও প্রশংসিত বুরাক। সিরিজে তাঁর প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মিহরিমাহ সুলতান। কিন্তু বালিবের কাছে প্রত্যাখ্যাত হয়েছিলেন মিহরিমাহ সুলতান। এই দুটি সিরিজের কারণে রাতারাতি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান বুরাক।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক। বুরাক ওসজিভিতের জন্ম ১৯৮৪ সালে দক্ষিণ-পূর্ব তুরস্কের ইস্তাম্বুলে। অভিনেতা ও মডেল বুরাক ওসজিভিত তুরস্কের মারমারা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে পড়ালেখা করেছেন। স্নাতক করেছেন ফটোগ্রাফি নিয়ে। যদিও কর্মজীবনে বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় একজন হিরো বনে গেছেন বুরাক ওসজিভিত।

এনএম

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর