[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল থেকে খুলছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৪, ০০:৪২
আপডেট: ১৮ আগষ্ট ২০২৪ ০১:০৮

রোববার (১৮ আগস্ট) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে গত বুধবার দেশের সব প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়েছিল।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে যাওয়ার পর। ৬ আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ৭ আগস্ট থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।

এরপর রাজধানী ঢাকাসহ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়। তবে শিক্ষক-কর্মচারীরা এলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। পরে শিক্ষাপ্রতিষ্ঠান কেউ খোলা রাখছে আবার কেউ বন্ধ রাখছে। এমন পরিস্থিতিতে রবিবার থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর