[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

সড়ক ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা, রাত ১১টায় সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০

সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছেড়েছেন বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলনরত সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। প্রায় ২ ঘণ্টার অবরোধ শেষে রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ৮টার পর তারা অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান। রাত ১১টায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তিতুমীর ঐক্যের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। এর আগে, সন্ধ্যায় শিক্ষামন্ত্রী অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের মন্তব্যের প্রতিবাদে ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

অবশেষে, আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দেওয়ার পর ডিএমপির ট্র্যাফিক গুলশান বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, যান চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর