জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ই ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য তথ্য সেবা কেন্দ্র, মেডিকেল টিম, প্রাথমিক চিকিৎসা সেবা, গার্ডিয়ান লাউঞ্জসহ বিভিন্ন সেবা নিয়ে পাশে ছিল সংগঠনটি।
এছাড়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম বিতরণ করা হয়। শিক্ষার্থীদের কলম, ফাইল, স্কেল, পানি ইত্যাদি সরবরাহ করা হয়। পাশাপাশি, ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র খুঁজে দিতে সাহায্য করেন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, অত্যন্ত সুন্দরভাবে আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলো। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অসংখ্য ধন্যবাদ। আমার নেতাকর্মীদেরকেও ধন্যবাদ সুশৃঙ্খলভাবে সবাইকে সহায়তা করার জন্য। আশা করি, আজকের মতো পরবর্তী পরীক্ষাগুলোতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীর পাশে থাকবে।
সদস্যসচিব সামসুল আরেফিন টাইমস মেইলকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উৎসাহে এবং নির্দেশনায় পরীক্ষার্থীদের মাঝে জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছে, অভিভাবকদের পাশে থেকে বলছে আপনাদের সাথে আছি। উনারাও ব্যাপক সাড়া দিয়েছেন।
প্রসঙ্গত, এবছর জবির চারুকলা ইউনিটে মোট আসন ৬০টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ হাজার ৩৭৫টি। আসন প্রতি লড়ছেন প্রায় ২৩ জন ভর্তিচ্ছু। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলে পরিক্ষা। সকাল ১১টায় চারুকলা অনুষদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
এমএএন
মন্তব্য করুন: