ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে ২০২৪-২৫ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। এই সাতটি কলেজের জন্য যে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে ‘জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়’।
জানা যায়, এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। এখন শিক্ষার্থীরা সম্মতি দিলে গ্রহণ করা হতে পারে এই নাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজসহ এ সংক্রান্ত কমিটির তিন সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নাম প্রস্তাব করা হয়।
ইউজিসি চেয়ারম্যান বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আজকের বৈঠকে অধ্যাপক তানজিম সহ আমরা কমিটির তিনজন ছিলাম। সেখানে প্রস্তাবিত বেশ কয়েকটি নামের মধ্যে জুলাই- ৩৬ নামটি নিয়েই বেশি আলোচনা হয়েছে। মূলত, ৫ আগস্ট যে নতুন দেশ উপহার দিয়েছে শিক্ষার্থীরা, সেটিকে স্মরণে রাখতে জুলাই-৩৬ নামটি প্রস্তাব করা হয়। উপদেষ্টাও নামটি পছন্দ করেছেন।
তিনি বলেন, আমরা এখন এই বিশ্ববিদ্যালয়টির মডেল কেমন হবে, তা নির্ধারণ করব। আজকেই ইউজিসিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের এক দফা আলোচনা হয়েছে। আরও এক দফা আলোচনা হবে। এরপর শিক্ষার্থীরা চূড়ান্ত করলে বিশ্ববিদ্যালয়ের নাম নির্ধারণ করা হবে।
সরকারি এই সাত কলেজ হলো ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ। এসব কলেজে প্রায় দুই লাখ শিক্ষার্থী রয়েছে।
এমএএন
মন্তব্য করুন: