[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি আহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা কলেজ এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকার ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এসময় ননী কুমার সাহা (২১) নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরের দিকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত শিক্ষার্থী ননী কুমার সাহা জানান, আমরা কয়েকজন সাইন্সল্যাবে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ করে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। এতে আমি মাথায় আঘাত পাই। পরে আমার দুই বন্ধু নাহিন ও সাইদুর আমাকে হাসপাতালে নিয়ে আসে। আরো কয়েকজন আহত হয়েছে শুনেছি তারা নাকি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ঢাকা কলেজের এক শিক্ষার্থী আহত অবস্থায় সাইন্সল্যাব থেকে হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছিলেন। পরে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছেন চিকিৎসক।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর