[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

আজ ঢাকা কলেজের সব ক্লাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১০:০২
আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ২২:১১

ঢাকা কলেজে শিক্ষার্থীদের কোনো ধরনের কর্মসূচিতে অংশ না নেওয়ার নির্দেশনা দিয়ে আজ একদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ গতকাল রোববার মধ্যরাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ এড়াতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (২৫ নভেম্বর) ঢাকা কলেজের কোনো শিক্ষার্থী কোথাও কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করলে অথবা আইনশৃঙ্খলা বিরোধী কোনো কাজ করলে তার দায় কলেজ প্রশাসন নেবে না। সুতরাং, সব শিক্ষার্থীকে বাইরের যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ ও আইনশৃঙ্খলা বিরোধী কাজ না করার অনুরোধ করা হলো। অন্যথায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে হাতে লেখা এক বিজ্ঞপ্তিতে অধ্যক্ষ জানান, অনিবার্য কারণবশত ২৫ নভেম্বর ২০২৪ তারিখ ঢাকা কলেজের সব ক্লাস স্থগিত করা হলো। কলেজ বাস ছাত্র আনার জন্য যাবে না।

এছাড়া রোববার দুপুরে রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার বিচারের দাবিতে ঢাকার ৩৫টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর