[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

যশোরে একটি বাস থেকে মিলল হেলপারের রক্তাক্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১৫:২৯
আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৭:১১

ছবি সংগৃহীত

যশোরের মনিহারে সরদার ট্রাভেলস নামে একটি যাত্রিবাহী বাস থেকে বাপ্পি হোসেন (২৫) নামে এক বাস হেলপারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশেই ছিল হত্যার কাজে ব্যবহৃত রক্তমাখা চাকু ।

আজ শনিবার (১৬ নভেম্বর) বাসের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নড়াইলের লোহাগড়া উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস আলীর ছেলে হলেন নিহত বাপ্পি হোসেন ।

শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা থেকে বাসটি নিয়ে যশোরে মনিরুদ্দিন পেট্রোল পাম্পের পাশে রাখেন বলে জানান বাসটির চালক এনামুল মৃধা ।

এরপর তিনি ও সুপারভাইজার উজ্জ্বল বাসায় চলে গেলে বাসের হেলপার বাপ্পিকে গাড়িতে রেখে যান। সকাল সাড়ে ৭ টার দিকে এসে দেখেন গাড়ির ভেতর থেকে রক্ত বের হচ্ছে। দরজা খুলে ঢুকতেই তারা বাপ্পির নিথর রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহতের কাঁধে এবং পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরইমধ্যে খুনের তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি । কী কারণে, কারা বাপ্পিকে হত্যা করেছে তা উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে ।

 

AB

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর