[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

জাবির প্রশাসনিক ভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১৮:৪৪

ছবি সরাচ্ছেন সমন্বয়ক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন প্রশাসনিক ভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাবি শাখার নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন তাঁরা। 

এ সময় তারা বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার পাশাপাশি  মুজিববাদের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মুজিবের গদিতে, আগুন জ্বালো একসাথে, মুজিববাদের ঠিকানা, এই বাংলায় হবে না —এ ধরনের প্রতিবাদী স্লোগান দেয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌহিদ আহমেদ সিয়াম এ বিষয়ে বলেন, হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা খুনি ও ফ্যাসিস্ট হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি। যাঁর আদর্শকে ভিত্তি করে দেশে ফ্যাসিবাদী চেতনার সূত্রপাত করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা, সেই ফ্যাসিস্টের মূর্ত প্রতীক ছিল শেখ মুজিবুর রহমান। এই বাংলাদেশে মুজিবের কোনো স্থান নেই—এমনটাই আমরা বিশ্বাস করি। রাষ্ট্রীয় পর্যায়ে মুজিবের ছবি সরানোর প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মুজিবের কোনো ছবি রাখা হবে না। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে মুজিবের ছবি অপসারণ করে আমরা ক্যাম্পাসকে ‘মুজিবমুক্ত’ করেছি।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর