[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪, ২০:১০

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে চার ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফাড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৬০), মকবুল হোসেন (৬২), মোবারক হোসেন (৬৫) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার আব্দুল ওয়াহাব মিয়া (৪৫)।

লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন জানান, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেললাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারণে লাইনের ওপর ছিলো তা তদন্ত করে বলা যাবে। আমরা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।
 
পাটগ্রাম স্টেশন মাস্টার নুর ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর