[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৪ মাঘ ১৪৩১

সেন্টমার্টিন নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: প্রধান উপদেষ্টার প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪, ২০:৪৬

সংগৃহীত ছবি

সেন্টমার্টিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান গুজব ছড়ানো হচ্ছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকার সেন্টমার্টিন লিজ দিচ্ছেন, এমন খবরও ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজে বলা হয়, কোনো দেশের কাছে সেন্টমার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের।

ফ্যাক্ট চেকিং পেজ থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিল। ওই টকসের সঙ্গে সেন্টমার্টিনকে জড়িয়ে কোনো ধরনের পোস্ট নিছক গুজব।

সেন্টমার্টিন লিজ দেয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ।

অন্তর্বর্তী সরকার অনেকবার জানিয়েছে যে, সেন্টমার্টিন অন্য কোনো দেশের কাছে কোনো উদ্দেশ্যে লিজ দেয়ার পরিকল্পনা তাদের নেই।

উল্লেখ্য, সুশান্ত দাশ গুপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে তিনি লন্ডন এবং বাংলাদেশে থেকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন প্রচারণা চালিয়ে আসছেন। এর মধ্যে তিনি সবচেয়ে বেশি ডিজিটাল মাধ্যমের প্রচারণায় জড়িত।

বিশেষজ্ঞরা সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতির জন্য অপরিকল্পিত পর্যটনকে দায়ী করছেন। আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা অনুযায়ী দেশের একমাত্র প্রবাল দ্বীপটির ৪১ ভাগ প্রবাল ধ্বংস হয়েছে। এই ধ্বংসযজ্ঞ থামানো না গেলে ২০৪৫ সালের মধ্যে এই দ্বীপের সব প্রবল ধ্বংস হবে যাবে আর দ্বীপটিও ডুবে যাবে।

সরকার এই দ্বীপ রক্ষায়, অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণে, আর বেআইনি স্থাপনার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা বৃহত্তর জনস্বার্থে। দেশের একমাত্র প্রবালের দ্বীপ সেন্ট মার্টিন বেঁচে থাকবে আগামী প্রজন্মের জন্যও।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর