[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

বেতন-ভাতা বাড়ানোসহ নানা দাবিতে মহাসড়কে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ১৮:৫১

ফাইল ছবি

ঢাকার সাভারে একটি কারখানার শ্রমিকেরা বেতন বাড়ানো, সাপ্তাহিক ও সরকারি ছুটি নিশ্চিত করা, ভাতা ও হাজিরা বোনাস বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আজ বেলা সাড়ে ১১টার দিকে সভার উপজেলার নয়ারহাট এলাকায় এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা এ কর্মসূচি পালন করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনে আটকা পড়ে ভোগান্তির মধ্যে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। বিক্ষুব্ধ শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন দাবিতে গিল্ডান বাংলাদেশ গ্রুপের এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের কারখানার শ্রমিকেরা নয়ারহাট এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।বেলা দেড়টার দিকে দাবি মানার জন্য আধা ঘণ্টা সময় চেয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হলে তাঁরা মহাসড়ক ছেড়ে পাশে অবস্থান নেন। পরে দাবি মানা না হলে আবার তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর