[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

পাওয়া গেল মাটির নিচে সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ‘আয়নাঘর’

নাঈম মজুমদার

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৪, ১০:৪৭
আপডেট: ১২ অক্টোবর ২০২৪ ১২:১০

সংগৃহীত ছবি

শুধু খুন-গুম আর দখলই নয়, ১৫ বছর ধরে প্রবল প্রতাপে রাউজানে ‘আয়নাঘর’ চালাতেন সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ও তার ক্যাডার বাহিনী। সেখানে শত শত মানুষকে চালিয়েছেন নির্যাতন। যার শিকার অনেক নারীও। এখন সেই নিষ্ঠুরতার বিচার চান ভুক্তভোগীরা।

ওপরে একতলা ভবন। বাইরে থেকে বোঝার উপায় নেই নিচে রয়েছে ভয়ংকর এক নরক। এটিই ছিল চট্টগ্রামের রাউজানে সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর ‘আয়নাঘর’। যেটি বানিয়েছিলেন উপজেলা সদরে নিজের বাগানবাড়িতে।

পৌর এলাকার আজিম উদ্দিন আয়নাঘরের নির্যাতনের শিকার। তিনি গণমাধ্যমে জানান, বাগানবাড়ির একপাশে অপেক্ষাকৃত নিরিবিলি জায়গায় খাল ঘেঁষে সুড়ঙ্গের মতো দরজা করে মাটির নিচে তৈরি করা হয় এই ‘আয়নাঘর’। বাহির থেকে চেনার কোন উপায় ছিলনা। এখানে শতাধিক নারী ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন বলে জানান তিনি। তবে ‘আয়নাঘরের’ আশপাশের মানুষ নির্যাতিতের আর্তচিৎকার শুনলেও মুখ ফুটে বলার সাহস পায়নি এতদিন। ২০১৮ সালের নির্বাচনের আগে তাকে ধরে এনে এখানে নির্যাতন করা হয়। তারপর পুলিশের হাতে ধরিয়ে দেয়া হয় অস্ত্রসহ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর