[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

হাতিরঝিল থেকে জিটিভির নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৪, ১৪:৫৫

রাজধানী হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় এক নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার হয়েছে। রাহানুমা সারাহ (৩২) বেসরকারি টেলিভিশন চ্যানেল জি-টিভিতে বার্তাকক্ষ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২৮ আগস্ট) দিবাগত রাত পৌনে দুইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ ( ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া মো. সাগর নামে এক পথচারী বলেন, লেকে ভাসতে দেখি ওই নারীকে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাহানুমা নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। তিনি ঢাকার কল্যাণপুরে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর