[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

টাইমস মেইল ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৪, ১৬:০২
আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৬:০৩

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতন না দিয়ে স্টিল মিল বন্ধ করায় চাষাড়া-আদমজী-চিটাগাং রোড বন্ধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।

সোমবার (১৮ মার্চ) বিকেলে সিদ্ধিরগঞ্জের সৈয়দপাড়া এলাকায় শারমিন স্টিল মিলের শ্রমিকরা সড়ক বন্ধ করে এই বিক্ষোভ করেন।

প্রায় আধাঘণ্টা তারা সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।

জানা যায়, বন্ধ শারমিন স্টিল মিলস লিমিটেড অবিলম্বে চালু, বকেয়া মজুরি পরিশোধ, নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধসহ ১০ দফা দাবি আদায়ে শ্রমিকরা এ আন্দোলন করছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শারমিল স্টিল মিলে প্রায় শতাধিক শ্রমিক কাজ করতো। গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। তাদের এই বেতন পরিশোধ না করেই গত ফেব্রুয়ারি মাসে স্টিল মিলটি বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ তাদের বেতন বুঝিয়ে দেওয়ার আশ্বাস বারবার দিলেও এখনও পর্যন্ত তারা তা পরিশোধ করছে না। এর ফলে পরিবার নিয়ে হিমশিম খেতে হচ্ছে শ্রমিকদের।

এ বিষয়ে শারমিন স্টিল মিলের কর্তৃপক্ষের কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এওয়াইএইচ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর