[email protected] সোমবার, ২১ জুলাই ২০২৫
৬ শ্রাবণ ১৪৩২

ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ আগষ্ট ২০২৪, ১৮:১৮

টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হাসান মাহমুদ (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পৌরশহরের শিকদারপাড়া দারুল ওলুম নুরুন হারামাইন মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে হাসান মাহমুদ বন্ধুদের সাথে ফুটবল খেলতে ওই মাদরাসা মাঠে যায়। একপর্যায়ে ফুটবল ঘরের চালে আটকে পড়লে হাসান ফুটবল আনতে ঘরের চালে ওঠে। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গুরতর অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসানের মৃত্যুতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর