[email protected] শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬
১৮ মাঘ ১৪৩২

টাঙ্গাইলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৪, ১৫:৪৯

টাঙ্গাইলে কোটা সংস্কার আন্দোলনকারীদের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ অনেকে আহত হয়েছেন। হামলার পর শহরে তুমুল উত্তেজনা বিরাজ করছে।

বুধবার (১৮ জুলাই) সকাল ১২টায় থেকে এই সংঘর্ষ শুরু হয়েছে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাটডাউন বাস্তবায়নে আন্দোলনকারীরা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন। আন্দোলনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন।

এ সময় শিক্ষার্থীদের পাশাপাশি সাংবাদিকদেরও পেটাতে থাকে পুলিশ।
এক পর্যায়ে শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে ইট পাটকেল ছোড়া শুরু করলে পুলিশ টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছুঁড়তে শুরু করে। মুহূর্তে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর