[email protected] বৃহঃস্পতিবার, ৬ মার্চ ২০২৫
২২ ফাল্গুন ১৪৩১

সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১৬

সংগৃহীত ছবি

রাজধানীর সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে সায়েন্স ল্যাব মোড় ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সড়কে সব ধরনের যান চলাচলও বন্ধ হয়ে গেছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪টার পর এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। যা এখনও থেমে থেমে চলছে।

তবে এখনো দুপক্ষকে ধাওয়া-পাল্টাধাওয়া থেকে নিবৃত করা যায়নি। এ ছাড়া ঠিক কোন ঘটনার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য কোনো পক্ষের শিক্ষার্থীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।

ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থীকে আহত হতে দেখা গেছে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহসীন উদ্দিন বলেন, ঘন্টাব্যাপী দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের কারণ জানা যায়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর