চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল বিএসএফ। এ সময় বিজিবির ৫৯ ব্যাটেলিয়ান বাধা প্রদান করে। এ নিয়ে দুই দেশের সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ নিয়ে আজ বুধবার (৮ জানুয়ারি) বিকেলে চৌকা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠক শেষে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি-না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন। এই কর্মকর্তা আরও জানান, দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়।
এদিকে, নওগাঁর বস্তাবর সীমান্তে বিজিবির বাধায় বন্ধ হলো বিএসএফের কাঁটাতারের বেড়া। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে বিজিবি। বুধবার সকালে বিএসএফের কাজ বন্ধ করে দেয় নওগাঁ ১৪ বিজিবি।
নওগাঁর ১৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, নওগাঁর বস্তাবর এলাকায় প্রায় ৬০০ গজের মধ্যে দুই দেশের কোনো বেড়া নেই। আজ (বুধবার) সকালে হঠাৎ বিএসএফের একটি দল ওই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসে। আইন অনুযায়ী দুই দেশের সীমান্ত পিলার থেকে দেড়শ গজের মধ্যে ফসল চাষ ছাড়া স্থায়ী কোনো স্থাপনা কিংবা বেড়া দিতে পারবে না। এটি দুদেশের জন্যই প্রযোজ্য হবে। কিন্তু বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন ভেঙে কাঁটাতার নির্মাণ করতে আসেন। জানতে পেরে বিজিবি সদস্যরা তাদের বাধা দেন। এ সময় কাজ না করেই ফিরে যান বিএসএফ সদস্যরা।
এমএএন
মন্তব্য করুন: