রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ছয়টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
এসময় অভিযুক্তদের কাছ থেকে ২০ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ১২৭ পিস ইয়াবা ও ২.৫৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা করা হয়েছে বলে এতে জানানো হয়।
এমএএন
মন্তব্য করুন: