[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

বিশ্ব ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫, ১৪:৪২

সংগৃহীত ছবি

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন-২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের ৩ কিলোমিটারব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ ২ জানুয়ারি বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো।

জিএমপি কমিশনার গণমাধ্যমকে বলেন, ইজতেমা ময়দানে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আশা করছি, ইজতেমার দুই পক্ষ শান্তিপূর্ণভাবে থাকবেন। এজন্য সাংবাদিকসহ সবার সহযোগিত কামনা করেন পুলিশ কমিশনার।

এর আগে গত ১৮ ডিসেম্বর ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। ওই দিন দুপুরে গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ নির্দেশনা দেয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

প্রসঙ্গে, আগামী ৩১ জানুয়ারি টঙ্গীর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাওলানা জোবায়েরের অনুসারীরা এ পর্বে অংশ নেবেন। দ্বিতীয় পর্বে ৭ ফেব্রুয়ারি থেকে তিন দিনের বিশ্ব ইজতেমায় যোগ দেয়ার কথা রয়েছে মাওলানা সাদের অনুসারীদের।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর