[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

ময়মনসিংহে সড়কে ঝরল একই পরিবারের ৪ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩

সংগৃহীত ছবি

ময়মনসিংহের তারাকান্দায় বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুর রশিদ পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভোর ৩টার দিকে নেত্রকোণার শিমুলকান্দির উদ্দেশ্যে রওনা হন। এরপর ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজি ভাড়া করেন তারা। সিএনজিটি ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়ে। বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।

পরে আহত অবস্থায় আরও চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), রফিকুল ইসলামের স্ত্রী লাভনী আক্তার (১৮) একই উপজেলার সাতপুড়িকান্দা গ্রামের মৃত নবী নেওয়াজের ছেলে আব্দুর রশিদ (৬৫) ও তার স্ত্রী বকুল বেগম (৬০)। অটোরিকশাচালক অন্তর মিয়া (২১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার নাজমুস সাখাওয়াত জানান, এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর