রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুনের ঘটনায় ভবনে আটকে পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী। দুপুর পৌনে ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ৬ জনকে জীবিত উদ্ধার করে। পরে আরো একজনকে উদ্ধার করা হয়।
এর আগে শাহ মখদুম রোডের ‘লাভ লীন’ নামের রেস্তোরাঁয় সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন ধরার খবর পেয়ে ১০টা ৪৪ মিনিটে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরবর্তী সময়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় আরও ১১টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ আগুনের ধোঁয়া দেখে ভবনের আশপাশের সবাই নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াদৌড়ি শুরু করে।
এর কয়েক সেকেন্ডের মধ্যে বেশ বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভেতরে কতজন আছেন বা তাদের অবস্থা কী, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আগুন লাগা ভবনে বিউটি পার্লার, জিমনেসিয়ামসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার সময় ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয় সাতজনকে।
এমএএন
মন্তব্য করুন: