[email protected] বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠল ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৬

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে ওঠে ছাত্রলীগের বার্তা। ছবি: সংগৃহীত

খুলনা রেলস্টেশনের ডিজিটাল ব্যানারে ‘ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে’- এমন একটি লেখা প্রচার হয়েছে। আর এই লেখাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে কিছু সময়ের জন্য এটি চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশের ভিডিও ছড়িয়ে পড়ে। এটি দেখার পরেই স্থানীয় ছাত্র জনতা অবস্থান নেয় খুলনা রেলস্টেশনে। উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপি নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয়।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা জেনেছি, এখানে ডিজিটাল ব্যানারে বাজে একটা লেখা চলছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে নতুন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি।

তিনি আরও বলেন, আসলাম হোসেন নামে একজন এটি কন্ট্রোল করেন। স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর