[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

শেখ হাসিনা ফিরলে কারো অস্তিত্ব থাকবে না: সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১৭:৩৩

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। ফাইল ছবি

চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, স্বৈরাচারের দোসররা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা ও তাদের দোসররা আবার ফিরে আসলে শহীদ ও আহতদের পরিবার সহ সকলে অস্তিত্ব সংকটে পড়বে। তাই তারা যাতে আবার মাথা চারা দিয়ে উঠতে না পারে সেজন্য তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

শনিবার (৩০ নভেম্বর) সকালে ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই-আগষ্ট আন্দোলনে ৫৫ জন শহীদের পরিবারের সদস্যদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আন্দোলনে নিহত হয়েছে তাদেরকে দাফন করতে দেয়নি হাসিনা। হাসপাতালে ঢুকে ছাত্রলীগ যুবলীগ আহতদের উপর নির্যাতন চালিয়েছে। স্বৈরাচারের দোসররা এই আন্দোলনকে ব্যর্থ প্রমাণ করতে ষড়যন্ত্র করছে। এখানে ব্যর্থ হলে শহীদ আহত সহ আন্দোলনকারী কারো অস্তিত্ব তারা রাখবে না।

তিনি বলেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন স্বচ্ছতার সাথে কাজ করছে। নয়ত খুনি হাসিনা ২০ বছর পর আবার ফিরে আসলে খালেদা জিয়ার মত এতিমদের টাকা আত্মসাধের এর অভিযোগ এনে আমাদের জেলে ভরে দিবে।

নিহত ও আহত পরিবারকে আর্থিক সহায়তা করা হবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের অন্তত একজন সদস্যকে চাকরি দেওয়া ও আহতদের পুনর্বাসন করা হবে বলে জানান সারজিস আলম।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, অতিরিক্ত কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম প্রমুখ।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর