[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

চট্টগ্রামে আইনজীবী হত্যায় ৩১ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ১৩:১৩

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) নিহত সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন চট্টগ্রাম কোতোয়ালি থানায় এই মামলা করেন।কোতোয়ালী থানার ওসি আবদুল করিম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। 

আবদুল করিম জানান, শনিবার সকালে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন থানায় উপস্থিত হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। তবে এখনো আসামিদের নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ করা হচ্ছে না। 

জানা গেছে, আসামিদের মধ্যে অনেকেই ইতোমধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া, আদালতে আইনজীবী ও পুলিশের ওপর হামলা এবং ভাঙচুরের ঘটনায় নিহত আলিফের ভাই আরেকটি মামলা করেছেন। ওই মামলায় ১১৬ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেন। পরদিন তাকে চট্টগ্রাম মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর