[email protected] বৃহঃস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৪, ১৬:২৩

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে চার জন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিন জন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেদা আক্তারও বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন

এমএএন

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর